ভৌত অবকাঠামো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে কারিগরী সহায়তা প্রদান, পল্লী ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে দেমের আর্থসামাজিক অবস্থার উন্নয়ণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একটা সময় ছিল যখন বাংলাদেশে গ্রামীণ এলাকার যোগাযোগ অবকাঠামো ছিল অত্যন্ত নাজুক। আজ এলজিইডির মাধ্যমে ব্যাপক উন্নয়ণ কর্মকান্ডের ফলে দেশের সবর্ত্র গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গ্রামের উৎপাদিত ফসল ও পণ্যসমূহের বাজারজাতকরণ ও পরিবহন সুবিধা বৃদ্ধি পাওয়ায় ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এছাড়াও পরিবেশের ভারসাম্য সংরক্ষণ ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের জাতীয় কর্মসূচি বাস্তবায়নেও এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় এলজিইডি সারা দেশে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
এলজিইডি'র কর্মকান্ড প্রধানত তিন ভাগে বিভক্ত:
১. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
২. নগর অবকাঠামো উন্নয়ন
৩. ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন
সংক্ষিপ্ত কার্যক্রমের বিবরণ:
· পল্লী ও নগর অঞ্চলে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
· পল্লী অবকাঠামো রক্ষণাবেক্ষণ
· গ্রোথসেন্টার/হাটবাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ
· ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাকে কারিগরী সহায়তা প্রদান
· ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা প্লানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামোর ডাটাবেজ প্রস্তুতকরণ;
· ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা, বাস্তবাযন ও পরিবীক্ষণ
· বিভিন্ন মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও পরিবীক্ষণ
· জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিকদলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকান্ডে প্রশিক্ষণ
· ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল, ম্যানুয়েল ও স্পেসিফিকেশন প্রণয়ন
. এলজিইডির কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
ভৌগলিক অবস্থানঃ
পূর্ব ̶ ৪নং ইউনিয়নের পূর্ব দিকে হাইমচর উপজেলা,
পশ্চিম ̶ ৪নং ইউনিয়নের পশ্চিম দিকে ঘোশার হাট।
উত্তর ̶ ৪নং ইউনিয়নের উত্তর দিকে শরীয়পুর জেলা ।
দক্ষিণ ̶ ৪নং ইউনিয়নের দক্ষিণ রয়েছে বরিশাল জেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS